Ain Bisharod
  • Home
  • About Us
  • Services
  • Team
  • Publications
  • Contact
Contact Us
  • Comments (0)
  • Nov 24

জমির সকল কাগজপত্রের মধ্যে দলিলের গুরুত্ব সর্বাধিক। দলিল রেজিস্ট্রী করার সময় সব বিষয় বিবেচনা করে দলিল তৈয়ার ও রেজিস্ট্রী করা জরুরী। অসাবধানতা বা অজ্ঞতা বশত: দলিল রেজিস্ট্র্রী করা হলে, অথবা আইনী জটিলতা বিধ্যমান থাকিলে বৈধ রেজিস্ট্রী করার পরও দলিল বাতিল হয়ে যায়।

যে সব কারনে দলিল বাতিল হতে পারে-

(১)      পক্ষগণের অযোগ্যতা

দলিল সম্পাদন বা গ্রহণের জন্য পক্ষগণকে চুক্তি সম্পাদনের যোগ্যতা সম্পন্ন হতে হয়। অর্থাৎ সম্পাদন কারী অবশ্যই সাবালক হবে, সুস্থ্য বুদ্ধি সম্পন্ন  এবং বাংলাদেশের নাগরিক হইবে। কোন শত্রু দেশের নাগরিক অথবা আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত ব্যাক্তি অথবা মাতাল ও নেশাগ্রস্ত হইয়া হিতাহিত জ্ঞানশূণ্য অবস্থায় দলিল সম্পাদন করিয়া দিলে তাহা বাতিল হিসাবে গণ্য হবে।

(২)  ভয়-ভীতি বা প্রতারণার মাধ্যমে দলিল সম্পাদন করলে

দলিল দাতার ইচ্ছা না থাকা স্বত্তেও জোর করে বা ভয়-ভীতি দেখিয়ে দলিল করলে তা বাতিল হয়ে যাবে। দলিল বাতিল করার জন্য দলিল দাতা কর্তৃক প্রমাণ করতে হবে যে তাকে ভয়-ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে অথবা প্রতারণার মাধ্যমে তাকে দলিল সম্পাদন করতে বাধ্য করা হয়েছিল।

আরো পড়ুন:

তালাক দেওয়ার বৈধ নিয়ম
জমির ১৫ প্রকার দলিল সহজে চেনার উপায়
জমি বেদখল হলে কী করবেন
মামলা থাকলে কি চাকরী হয়?
জাতীয় পরিচয়পত্র সংশোধন সম্পর্কিত ২০ টি কমন প্রশ্ন-উত্তর 

(৩) অনিশ্চিত চুক্তির মাধ্যমে দলিল সম্পাদন করলে

দলিলের পক্ষগণ কর্তৃক কোন অনিশ্চিত চুক্তির আলোকে বা কোন ঘটনা বা কাজ সংঘটিত হওয়ার শর্তে কোন দলিল সম্পাদনের কোন চুক্তি করলে তা বাতিল হয়ে যাবে। যেমন, কোন আইনজীবী বা ডাক্তার মামলা জেতার শর্তে বা রোগীকে আরোগ্য করার শর্তে কোন দলিল সম্পাদন করলে বা রীতি বহির্ভূত দলিল হিসাবে বাতিল হয়ে যাবে।

(৪) আইন বিরুদ্ধ দলিল সম্পাদন

দলিলের পক্ষহণ কর্তৃক আইনী বিধি বিধান ও নিষেধাজ্ঞা অমাণ্য করিয়া কোন দলিল সম্পাদন করিলে তাহা বাতিল হয়ে যাবে। যেমন, আদালতের নিষেধাজ্ঞাধীন জমির ক্রয়-বিক্রয়, মরগেজ বা হস্তান্তর, শক্র সম্পত্তি ক্রয়-বিক্রয় ইত্যাদি।

(৫) কোন অন্যায় উদ্দেশ্য বাস্তাবায়ন বা রাষ্ট্র বিরুদ্ধ কাজ

সরকার বা রাষ্ট্র ব্যাবস্থার বিরুদ্ধে তৎপরতা বা ষড়যন্ত্র হিসাবে কোন সংগঠন পরিচালনা বা অর্থ যোগান দেবার উদ্দেশ্যে কেউ দলিল সম্পাদন করিলে বা তহবিলে জমি দান করিলে সেই দলিল বাতিল হইবে।

এছাড়াও, অপরাধ সংগঠন বা জুয়া, মাদক কারবার, নারী পাচার, ধর্ষণ বা শিশু অপহরনের মত অপরাধ মূলক কাজ পরিচালনার জন্য অর্থ যোগান বা জমি ব্যবহারের  জন্য কেউ দলিল সম্পাদন করিলে সেই দলিল বাতিল হয়ে যাবে।

LET US HELP YOU-

Consult with our Specialist Lawyer

ADV Matin Sarkaer Mishuk

Phone- 01929125100

E-mail – ranamishuk@gmail.com

See Credentials: Linkedin Portfolio

AIN BISHAROD– (A Legist Law Firm)

Tags:
  • AC land mutation
  • civil lawyer
  • Deed
  • Deed Format
  • jomir mamla
  • Land Registration fee
  • Mutation
  • Mutation form
  • Namjari misc case
  • Vhumi ain
  • অনলাইনে জমি খারিজ করার নিয়ম
  • অসিয়তনামা দলিল
  • আদালতের ডিক্রি মূলে নামজারী
  • ই নামজারি করার নিয়ম
  • উইল দলিল
  • এওয়াজ বদল দলিল
  • খতিয়ান
  • খারিজ
  • খারিজ করতে কত টাকা লাগে
  • জমি খারিজের আবেদন ফরম
  • দলিল
  • দলিল format
  • দলিল নমুনা
  • দলিল রেজিস্ট্রী
  • দলিলের ফরমেট
  • দানপত্র দলিল
  • না-দাবী দলিল
  • নামজারি
  • নামজারি আইন
  • নামজারি আবেদন ফরম pdf
  • বণ্টন নামা দলিলম
  • বয়নামা দলিল
  • বায়নাপত্র দলিল
  • বেনামী দলিল
  • রায়-ডিক্রি
  • সাফ-কবলা দলিল
  • সাবকবলা দলিল
  • হেবা দলিল
Share:

Add your Comment

Categories

  • Ainbisharod
  • BAR Council and Judiciary
  • Criminal Law
  • Cyber & ICT Law
  • Formats and Sample
  • Islamic Law
  • Job and Service
  • Land Laws
  • Marriage, Divorce and Child Custody
  • Uncategorized

The best Property Law Firm in Dhaka, AIN BISHAROD” is a prominent Property Law Firm headquartered in Dhaka, Bangladesh.