Power of attorney Bangladesh

+8801929125100

বন্ড বা স্ট্যাম্পে চুক্তি করে ৩/৫ বছর চাকুরী করার শর্তে নিয়োগ অবৈধ

বন্ড বা স্ট্যাম্পে চুক্তি করে ৩/৫ বছর চাকুরী করার শর্তে নিয়োগ অবৈধ

আমাদের দেশে বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে এবং কিছু কিছু ব্যাংকে চাকরীতে প্রবেশের ক্ষেত্রে অন্যতম শর্ত থাকে যে, ৩/৫ বছর পূর্ণ হবার আগে চাকুরী ছাড়া যাবেনা। চাকুরী ছাড়লেও নির্দিষ্ট পরিমাণ টাকা জরিমানা হিসাবে দেবার শর্ত থাকে। অনেক প্রতিষ্ঠান আবার চেক নিয়ে রাখে এবং প্রার্থীর মূল কাগজপত্র জব্দ করে রাখে।

প্রতিযোগীতার বাজারে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পেতে অনেকেই ভাল-মন্দ বিবেচনা না করেই চাকরিতে জয়েন করে। পরবর্তীতে, ভাল কোন চাকুরী হলেও চুক্তিপত্র বা সার্টিফিকেট জব্দ থাকার কারনে অন্য প্রতিষ্ঠানে চাকুরীতে জয়েন করতে পারেন না। কৌশলী প্রতিষ্ঠানের এ ধরনের চুক্তির কারণে অনেক তরুণের ক্যারিয়ার হুমকির সম্মুখীন হয়।
জোর করে যেমন ভালবাসা হয় না। তেমনি কাউকে নির্দিষ্ট মেয়াদের চুক্তি সই করিয়ে কোনো চাকরিতে থাকতে বাধ্য করা যায় না। এ ধরনের সমস্ত চুক্তি আইনত সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক এবং শাস্তিযোগ্য অপরাধ।

বন্ড, স্ট্যাম্প অথবা সনদপত্র জব্দ করে চাকরি করানো কি আইন সম্মত?


কোনো প্রতিষ্ঠানই কর্মীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক চাকুরী করতে বাধ্য করতে পারেনা। এরকম জোরপূর্বক কাজ করানো কে আইনে জবরদস্তী শ্রম বলে। কোন শ্রমিক বা কর্মীকে নির্দিষ্ট সময় পর্যন্ত চাকুরীতে নিয়োজিত রাখতে তার সনদপত্র, চেক, স্ট্যাম্প বা বন্ড সই করানো জবরদস্তী শ্রমের কাতারে পড়ে যা বে-আইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। কেউ যদি চুক্তি ভিত্তিক মেয়াদে চাকুরীতে জয়েন করেও থাকেন মনে রাখবেন কেবল নোটিশ পিরিয়ড মেনেই আপনি চাকুরী ত্যাগ করতে পারবেন।

আইন কি বলে?


বাংলাদেশের সকল আইনের অভিভাবক হল বাংলাদেশের সংবিধান। সংবিধানের ৩৪ অনুচ্ছেদে সকল প্রকার জবরদস্তি শ্রম নিষিদ্ধ করা হয়েছে। সাংবিধানিক এই নিষেধাজ্ঞা কেউ লঙ্গন করলে তা আইনের চরম লঙ্ঘন বলে গণ্য হবে।
এছাড়া, আন্তর্জাতিক ভাবে জবরদস্তি শ্রম নিষিদ্ধ করার জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) ১৯৫৭ সালে একটি করভেনশন পাশ করে। “বল প্রয়োগ শ্রমের বিলোপসাধন কনভেনশন-১৯৫৭” নামের এই কনভেনশনটি ১৯৭২ সালে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠিত হইলে সরকার কর্তৃক তা অনুসমর্থিত হয়। যেহেতু, বাংলাদেশ আন্তজার্তিক এই কনভেনশনটি সমর্থন করে কাজেই এটা বাস্তবায়ন করাও বাংলাদেশের দ্বায়িত্ব।


সেই প্রেক্ষিতে, ২০০৬ সালে আমাদের দেশে শ্রম আইন প্রনয়ন করা হয়। শ্রম আইনের ২৭ ধারায় একজন কর্মী বা শ্রমিকের চাকুরী ত্যাগের ক্ষেত্রে স্বাধীনতা দেয়া হয়েছে। কোনো শ্রমিক প্রতিষ্ঠান ত্যাগ করতে চাইলে সে ২৭ ধারা অনুসরণ করে পদত্যাগ করে প্রতিষ্ঠান ত্যাগ করতে পারেন।
কর্তৃপক্ষ উক্ত শ্রমিকের পদত্যাগ অনুমোদন না করলেও শ্রমিক কর্তৃক প্রদত্ত নোটিশের সময় অতিক্রম হলে অথবা নোটিশের পরিবর্তে উল্লিখিত মজুরি প্রদান করলে উক্ত শ্রমিকের দায় শেষ এবং মালিক তাকে আর কোনোভাবে চাকরী করতে বাধ্য করতে পারবেনা বলা হয়েছে।

বন্ড বা চুক্তিপত্র দিয়ে কি কোম্পানী মামলা করতে পারবে?


সব ধরনের নিয়োগে বন্ড বা সার্ভিস ডিড আইন অনুসারে অবৈধ, কাজেই এর বিপরীতে কোনো আইনি লড়াইয়ে কোনদিন কোম্পানি জয়ী হতে পারবে না। সুনির্দিষ্ট প্রতিকার আইনের-২১ ধারা অনুসারে এ ধরনের চুক্তি আদালত দ্বারা কার্যকর করা যায় না। কাজেই, ভাল জবের সুযোগ থাকলে তা হাতছাড়া করবেন না। আইনগত ঝামেলা হবে ভেবে নিজের ভবিষ্যৎ স্থবির করে দিবেন না। অনেকে প্রশ্ন করেন, কোম্পানী যদি মামলা দেয় তাহলে পরবর্তী চাকুরীতে অসুবিধা হবে কিনা? এ বিষয়ে আমাদের অন্য একটি ভিডিও আছে –

মামলা থাকলে চাকুরী হয় কিনা? (দেখুন)


বিনিয়োগ চুক্তির টাকা কি ফেরত দিতে হবে?


কোম্পানি তার কর্মীর পেশাগত উন্নয়ন, মানসিক প্রশান্তি এবং সামাজিক স্ট্যাটাস বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের বিনিয়োগ করে এবং কখনো এই বিনিয়োগ নির্দিষ্ট সময় ঐ প্রতিষ্ঠানে কাজ করার শর্তে করা হয়।
যেমন,
১। কর্মীকে ফ্ল্যাট/গাড়ী কিনে দেয়া।
২। বাড়ি তৈরিতে অর্থায়ন করা।
৩। বৈদেশিক ট্রেনিং বা বৃত্তিতে অর্থায়ন করা।


যেহেতু, কোম্পানী কর্তৃক কর্মীকে নির্দিষ্ট সময় চাকুরীতে থাকতে আকৃষ্ট করার জন্য অতিরিক্ত এসব সুবিধা প্রদান করেছে কাজেই, কর্মী বর্ণিত মেয়াদ শেষ হবার আগে চাকুরী ত্যাগ করতে চায় তবে, চুক্তি অনুযায়ী কোম্পানীর বিনিয়োগের জন্য ক্ষতিপূরণ প্রদান করবে। এ ধরনের চুক্তি আইনসম্মত এবং বৈধ। এক্ষেত্রে যদি ৫ বছরের মেয়াদকালের মধ্যে ৩ বছর পার হয়ে যায় তাহলে বাকী ২ বছর হিসাবে পে-ব্যাক করতে হয়।

কারো চেক বা সার্টিফিকেট আটকে রাখালে কি করবেন ?


চাকুরী দাতা প্রতিষ্ঠান যদি আপনাকে বাধ্য করে কোন তারিখ বিহিন চেক বা স্ট্যাম্প আদায় করে তাহলে সম্পূর্ণ ঘটনার বিবরণ দিয়ে থানায় জিডি করুন। জিডির কপিটি সংরক্ষণ করুণ।
জিডির কপি নিয়ে কোম্পানিতে কাগজপত্র/চেক ফেরত চেয়ে এবং চুক্তিটি বাতিল মর্মে ঘোষণা করে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠাবেন।

আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, বেশিরভাগ কোম্পানীই লিগ্যাল নোটিশ পেলে আইনী ঝামেলা এড়াতে প্রার্থীর সাথে তর্কিত বিষয়টি সুরাহা করে ফেলে। যদি নোটিশে সুরাহা না হয়, আদালতে মামলা দায়ের করতে পারেন।
ব্যাংকে আপনার চেক নাম্বার উল্লেখ পূর্বক দরখাস্ত করে বর্নিত চেকেও লেনদেন বন্ধ করে দিন। দরখাস্তের সাথে জিডি এবং লিগ্যাল নোটিশের কপি সংযুক্ত করে সংশ্লিষ্ট চেকটি ব্যাংকে উপস্থাপন করা হলে ব্যাংক কর্তৃক জব্দ করার আবেদন করুন।

যদি চুক্তি সই করা লাগে, কি ধরনের সচেতনা অবলম্বন করবো ?


স্রোতের সাথে তাল মেলানো আমাদের স্বভাব। সবাই যেহেতু চুক্তি সই করে জব করছে, আপনি না করেও পারবেন না। তাই কখনো যদি এ ধরনের এগ্রিমেন্ট করাই লাগে তাহলে অবশ্যই একমাসের নোটিশে জব চেঞ্জ করার শর্ত রাখবেন।
অরিজিনাল কাগজ চাইলে যথা সম্ভব না দেয়ার চেষ্টা করুন। একদম নিরুপায় হলে কাগজপত্র দিবেন।
দিয়ে সোজা থানায় গিয়ে জিডি করবেন। যে কর্মকর্তা আপনার কাগজ নিয়েছে তার নাম উল্লেখ করে জিডি করবেন।
জিডি করে চুপচাপ আরামসে চাকুরী করুন। অন্য কোথাও জব হলে, এক মাস বা দুই মাস আগে নোটিশ দিন।

কাগজপত্র ফেরত না দিলে, থানায় জানান এবং লিগ্যাল নোটিশ দিন।

Facebook
Twitter
LinkedIn

সাম্প্রতিক পোস্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা আইন।

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) কী? এআই (Artificial Intelligence) হলো এমন কম্পিউটার সিস্টেম, যা মানুষের মতো বুদ্ধিমত্তার প্রয়োজন হয় এমন কাজগুলো সম্পাদন করতে সক্ষম। উদাহরণস্বরূপ, সমস্যা সমাধান,

Read More »
ভাড়া চুক্তিপত্র

দোকান / বাণিজ্যিক স্পেস ভাড়া চুক্তিপত্র নমুনা

বাড়ি ভাড়া বা দোকান ভাড়া দেয়া-নেয়ার ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে সু-নির্দিষ্ট চুক্তি থাকা আবশ্যক। উক্ত চুক্তি পত্রে উভয়ৈর দ্বায়িত্ব – কর্তব্য এবং আর্থিক লেনদেনর বিষয় উল্লেখ থাকতে হয়। চুক্তি মেয়াদ শুরু, চুক্তি মেয়াদ শেষ এবং উপ-ভাড়াটিয়া নিয়োগ ও সার্ভিস চার্জ প্রদানের মতো সুক্ষ বিষয়গুলো স্পষ্টভাবে দু-পক্ষের মধ্যে সমঝোতা করে নিতে হয়। ভাড়া চুক্তির মধ্যে এসব বিষয় উল্লেখ না থাকে ভাড়া দাতা এবং ভাড়াটিয়া দুজনের মধ্যে ভবিষ্যতে বিভিন্ন ঝামেলার সৃষ্টি হয়। একটি আদর্শ ভাড়া চুক্তির নমুনা এখানে দেয়া হল আমাদের পাঠকদের বুঝার সুবিধার্থে।

Read More »
দেনমোহর আদায়

দেনমোহর আদায় করবেন কিভাবে ?

আমাদের সমাজে দেখা যায় বিয়েতে দেনমোহর নগদ পরিশোধের ব্যাপারটি সরাসরি উপেক্ষা করা হয়। হাতে গোনা কয়েকটা বিয়ে ছাড়া নগদ দেনমোহর আদায় এর উদাহরন খুব কম। অনেকে আবার দেনমোহর দেয়া দূরের কথা বিয়েতে দেয়া বিভিন্ন উপহার কে উসূল দেখিয়ে দেনমোহরের সাথে স্বমন্বয় করে নেয়। বিয়ের পর বক্রী দোনমোহরের অর্থ নিজ তাগিদে কোন স্বামী পরিশোধ করেন না ফলে স্ত্রী তাহার দেনমোহরের পাওনা হতে আজীবন বঞ্চিত থাকেন।

Read More »

Recent