Real Viva Experience : Bangladesh Bar Council (Part-01)
ভাইবা বোর্ডে অবশ্য পালনীয় কিছু ম্যানারিসম নিয়ে ( বার কাউন্সিল ভাইভা : ভাইভা বোর্ডে প্রবেশের আগে ও পরে ) নামে ইতিপূর্বে একটি পোষ্ট করেছিলাম। অনেকেই খুব প্রশংসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ভাইভাতে কি ধরনের প্রশ্ন করা হয়, কি ভাবে সাবলীল উত্তর করা যায় এবং কোন আইনের কোন কোন অংশ থেকে প্রশ্ন বেশী করা হয় ইত্যাদি বিষয়ে জানার জন্য বাস্তব অভিজ্ঞতার আলোকে প্রস্তুতি জরুরী। বিগত বছরে যারা ভাইবা দিয়েছেন তাদের কাছ থেকে জেনে নিতে পারেন তাদের ভাইবা অভিজ্ঞতা এবং সেভাবে নিজেকে প্রস্তুত করতে পারেন।
২০১৮ সেশনে যারা ভাইবা দিয়েছেন তাদের থেকে সংগৃহীত ভাইভার বাস্তাব অভিজ্ঞতার আলোকে ১০ টি পর্বে সাজানো হয়েছে আমাদের আয়োজন- Real Viva Experience : Bangladesh Bar Council.
Viva-Voce: Part-01
Real Viva – 01
- Candidate : মো: আবু বকর ছিদ্দিক
- Board No : ০4
- Bangladesh Bar Council Viva: 2018
Candidate – আস্সালামু-আলাইকুম, আসতে পারি স্যার?
Examiner – জ্বী, আসুন। বসুন, নাম কী আপনার?
Candidate – স্যার, আমার নাম মো: আবু বকর ছিদ্দিক
Examiner – কোথায় পড়াশুনা করেছেন? এখন কি করেন?
Candidate – ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি করেছি। বর্তমানে, ঢাকা জজ কোর্টে বিজ্ঞ সিনিয়রের সাথে ইন্টার্ন করছি।
Examiner – আপনার সিনিয়র কোন সাইডে অভিজ্ঞ?
Candidate – ক্রিমিনাল সাইডে।
Examiner – তাহলে তো, ক্রিমিনাল সাইড থেকে ধরলে পারবেন?
Candidate – ইনশাল্লাহ্ , স্যার।
Examiner – পুলিশ প্রতিবেদন দ্বারা যে মামলা দায়ের হয় তার নাম বলেন ।
Candidate – জি.আর ( জেনারেল রেজিস্টার) মামলা।
Examiner – গুড, এবার বলেন- আদালত বা ম্যাজিস্টেট যদি তদন্ত করে তার নাম কি হবে?
Candidate – জুডিসিয়াল ইনকোয়ারি ।
Examiner – ফৌজদারী আদালত কত প্রকার? নাম সহ বলেন।
Candidate – স্যার, ২ প্রকার। দায়রা ও ম্যাজিস্টেট আদালত।
Examiner – কোন আইনের কত ধারায় বলেছে?
Candidate – সি.আর.পিসি ৬ ধারায়।
Examiner – আইনজীবী কেন হবেন?
Candidate – ###
Examiner – বর্তমান এটর্নী জেনারেল কে জানেন? তার বাড়ি কোন জেলায়?
Candidate – এটর্নী জেনারেল মাহাবুবে আলম। স্যারের বাড়ি মুন্সিগঞ্জ।
Examiner – সিভিল থেকে বলেন, মানি স্যুট মামলার উপাদান কি কি?
Candidate – স্যার, মনে পড়ছে না।
Examiner – ওকে, আপনার কোর্টের বর্তমান জেলা জজের নাম জানেন?
Candidate – জনাব, এম.এ কুদ্দুস জামান
Examiner – ধন্যবাদ, আপনি আসুন।
Candidate – ধন্যবাদ স্যার। আস্সালামু-আলাইকুম।
Real Viva – 02
- Candicate : জাকিয়া আফরিন মৌ
- Board No : ০2
- Bangladesh Bar Council Viva : 2018
Candidate – আস্সালামু-আলাইকুম, আসবো স্যার?
Examiner – জ্বী, আসুন। আপনার নাম তো আফরিন? আফরিন অর্থ কি?
Candidate – সরি, স্যার।
Examiner – কোথায় পড়াশুনা করেছেন?
Candidate – সাউস ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি করেছি।
Examiner – আপনাকে কোন বিষয় থেকে প্রশ্ন করলে পারবেন ?
Candidate – স্যার, সব বিষয়ে প্রস্তুতি নিয়েছি।
Examiner – খুব ভাল, বলুন তো ৫বছরের শিশু কি মামলায় স্বাক্ষী হতে পারবে ?
Candidate – জ্বী, পারবে।
Examiner – সি.আর মামলা কি ।
Candidate – সরাসরি আদলতে নালিশ দায়েরের মাধ্যমে যে মামলা হয় তাই সি.আর মামলা।
Examiner – সি.আর মামলার বাদীকে কি বলে?
Candidate – Complainant বলে।
Examiner – ফৌজদারী আদালত কত ধারায় গঠন হয়?
Candidate – সরি স্যার, মনে পড়ছেনা।
Examiner – সিভিল মামলায় সমন জারীর পদ্ধতি জানেন। বলুন প্রথম থেকে।
Examiner – (Answered as Order-5)
Examiner – সেট অফ কি?
Candidate – টাকার মামলায় বাদী – বিবাদীর পাওনা স্বমন্বয় করা।
Examiner – আপনার এলাকার স্বনামধন্য ৩ জন আইনজীবীর নাম বলুন।
Candidate – (Answered)
Examiner – আপনার কেস ডায়রীর সবচেয়ে ইন্টারেস্টিং মামলা সম্পর্কে বলুন।
Candidate – (Answered)
Examiner – ধন্যবাদ, আপনি এবার আসুন। শুভ কামনা।
Candidate – ধন্যবাদ স্যার। আস্সালামু-আলাইকুম।
Real Viva – 03
- Candidate : জুবায়ের আহসান জিয়া
- Board No : ০4
- Bangladesh Bar Council Viva : 2018
Candidate – আস্সালামু-আলাইকুম, May I Come in, Sir?
Examiner – Yes, Be sited.
Candidate – ধন্যবাদ, স্যার।
Examiner – কোন সাইডে প্রাকটিস করছেন ?
Candidate – ক্রিমিনাল সাইডে স্যার।
Examiner – চেকের মামলা করেছেন কখনো ?
Candidate – না স্যার, তবে আমার বিজ্ঞ সিনিয়র চেকের মামলা করার সময় সাথে ছিলাম।
Examiner – খুব ভাল ।
Examiner – চেকের মামলা কি সিভিল নাকি ক্রিমিনাল?
Candidate – দুটোই ।
Examiner – পারিবারিক মামলায় কত টাকার কোর্ট ফি লাগে?
Candidate –১০০ টাকার ?
Candidate – সরি স্যার, মনে পড়ছেনা।
Examiner – আপনার জেলা কোনটা?
Examiner – স্যার, বগুড়া।
Examiner – তাহলে বগুড়া বারে আগ্রহ নেই কেন?
Candidate – আমার বাবা ঢাকাতে স্বায়ী ভাবে ব্যাবসা করছে তাই বগুড়া যেতে পারছি না।
Examiner – তাহলে তো যাবার সুযোগ নেই।
Candidate – জ্বী, স্যার।
Examiner – আপনাকে শেষ প্রশ্ন। পারতে হবে কিন্তু! বলেন তো, তামাদীর অর্থ কী?
Candidate – স্যার, তামাদী মানে সর্বোচ্চ মেয়াদ বা সময় সীমা।
Examiner – ধন্যবাদ, You may leave now!
Candidate – ধন্যবাদ স্যার। আস্সালামু-আলাইকুম।
Real Viva – 04
- Candidate : জুথিঁ আক্তার
- Board No : ০২
- Bangladesh Bar Council Viva : 2018
Candidate – আস্সালামু-আলাইকুম, আসবো স্যার?
Examiner – না আসলে ভাইবা দিবে কিভাবে? আসো, আসো। বস ওখানে।
Candidate – ধন্যবাদ, স্যার। (খুব ইজি হয়ে গেছিলাম স্যারদের ব্যাবহারে)
Examiner – আপনাকে অল্প প্রশ্ন ধরবো, পারতে হবে কিন্তু ?
Candidate – চেষ্টা করবো স্যার।
Examiner – আর্জিতে কি কি থাকা চাই? অর্ডার ও বিধি সহ বলবেন।
Candidate – উত্তর দিলাম ( এলামেলো ভাবে)
Examiner –র্আজি আর জবাবকে এক সাথে কি বলে?
Candidate – প্লিডিংস বলে স্যার?
Examiner – ঐ বোর্ডে প্লিডিংস বানান লেখুন।
Examiner – সুখাধিকার কত ধারায় বলা আছে?
Candidate – তামাদি আইনের ২৬ ধারা বললাম ?
Examiner – একটা বাধ্যতামূলক নিষেধাজ্ঞার উদাহরন দিতে পারবেন?
Candidate – সরি স্যার, মনে পড়ছেনা।
Examiner – সনদ হলে প্রাকটিস করবেন নাকি শিফ্ট হয়ে যাবেন?
Candidate – স্যার, অবশ্যই প্রাকটিস করবো।
Examiner – ধন্যবাদ,আসুন এবার।
Candidate – ধন্যবাদ স্যার। আস্সালামু-আলাইকুম।
Real Viva – 05
- Candidate : ইবনে আহসান মেহিদী
- Board No: 02
- Bangladesh Bar Council Viva : 2018
Candidate – আস্সালামু-আলাইকুম, আসতে পারি স্যার?
Examiner – ইয়েস! বসো।
Examiner – বাড়ি কোথায় আপনার?
Candidate – স্যার, হবিগঞ্জ।
Examiner – আইন পেশায় কেন আসতে চান?
Candidate – উত্তর দিলাম।
Examiner – জমির মামলা করেছেন কখনো?
Candidate – জ্বী, স্যার।
Examiner – Inter-Pleader Suit কি বুঝিয়ে বলুন ।
Candidate – সরি, স্যার?
Examiner – তাহলে, Representative Suit বলুন ।
Candidate – স্যার, অর্ডার ৪০ অনুয়ায়ী প্রতিনিধি দ্ধারা মামলা করা।
Examiner – No, No বুঝিয়ে বলুন, Broadly বলুন!
Candidate – সরি স্যার, মনে পড়ছেনা।
Examiner – চুরির সংঙ্গা কত ধারায় আছে?
Candidate – স্যার, দন্ডবিধির ৩৭৯ ধারায়।
Examiner – আত্বরক্ষার ব্যাতিক্রম কয়টা বলুন।
Candidate – ১২ টা, স্যার।
Examiner – সব বলতে পারবেন?
Candidate – জ্বী, স্যার।
Examiner – থাক, বলুন তো, এক্সপার্ট এর মতামত কত ধারায় নেয়া হয়?
Candidate – স্বাক্ষ্য আইনের ৪৫ ধারায়।
Examiner – ঠিক আছে, আপনি যেতে পারেন।
Candidate – ধন্যবাদ, স্যার।
Warning : All of the content was collected via Facebook in year of 2018. The post has been published to www.ainbisharod.com with good faith. We do not intend to harm one’s privacy or violet copyrights. Considering the readers comfort and lucidness, some modification and subtraction was brought to original articles.