তালাক বাতিলের নোটিশ
(রেজি: এ/ডি সহযোগে)
প্রাপক,
১। মো: আহসান হাবীব
পিতা: আ: মালেক
সাং: ২৮০৯, পশ্চিম ব্রামন্ধী, নরসিংদী সদর, নরসিংদী।
বর্তমানে, ৪৯১, দনিয়া,দনিয়া-১২৩৬, যাত্রাবাড়ী, ঢাকা।
২। চেয়ারম্যান / মেয়র
নরসিংদী পৌরসভা, নরসিংদী।
প্রেরক,
হাসিনা পারভীন
পিতা: আব্দুল আবেদ
মাতা: কুলসি বেগম
সাং: ৬৭৬, দনিয়া,দনিয়া-১২৩৬, যাত্রাবাড়ী, ঢাকা।
বিষয়: বিগত ২৪/০৮/২০২১ ইং তারিখে প্রদত্ত তালাক প্রত্যাহার করণ প্রসঙ্গে।
জনাব,
(১) যেহেতু আমি অত্র নোটিশ প্রেরক/দাত্রী এর সহিত ১নং নোটিশ গ্রহীতা বিগত ১১/০২/২০২০ ইং তারিখে
পারিবারিক ভাবে ইসলামী শরা-শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং দীর্ঘদিনের দাম্পত্য জীবনে
উভকে আল্লাহ তিন সস্তানের জনক/জননী হিসাবে কবুল করেছেন।
(২) উভয়পক্ষে বিদ্যমান দাম্পত্য কলহকে কেন্দ্র করে বিগত ২৪/০৯/২০২১ ইং তারিখে ১নং নোটিশ গ্রহীতার
বিরুদ্ধে নিয়মিত ভরণপোষণ না দেয়া, খেয়াল তদারকি না করা সহ অন্যন্য অভিযোগ আনয়ন করিয়া আমি
অত্র নোটিশ দাত্রী কর্তৃক তালাক প্রদান করি।
(৩) পরবর্তীতে, উভয়পক্ষের পরিবারের অভিভাবক এবং অন্যন্য শুভাকাঙ্খীদের হস্তক্ষেপ মতে নিজেদের এবং
সন্তানদের ভবিষ্যতের কথা বিচেচনা করিয়া দুই পক্ষে আপোষের মাধ্যমে বর্নিত তালাক প্রত্যাহার করিয়া
শান্তিপূর্ণ ভাবে সংসার জীবন পরিচালনার জন্য আপোষবদ্ধ হই।
(৪) এমতাবস্থায়, আমি অত্র নোটিশ দাত্রী প্রেরিত বিগত ২৪/০৯/২০২১ ইং তারিখের তালাক নোটিশ বাতিল
বিবেচনায় নিয়া বর্ণিত তালাক প্রত্যাহার মর্মে গণ্য করিয়া আমি অত্র নোটিশ দাত্রী এবং ১নং নোটিশ গ্রহীতা
জনাব মো: আহসান হাবীব পূর্বের ন্যায় স্বামী-স্ত্রী হিসাবে আইনানুগ বৈধ সংসার ধর্ম পালন করিব। আমরা
পরস্পর স্বামী-স্ত্রী হিসাবে সর্ব সাব্যস্ত হইবো।
অত্রএব কারনে আমার প্রদত্ত বিগত ২৪/০৯/২০২১ ইং তারিখের তালাক নোটিশ স্ব-ইচ্ছায় প্রত্যাহার করিয়া
নিলাম। আমার অত্র কার্য্যে কারো কোন প্রভাব বা হস্তক্ষেপ নাই।
বিনীত নিবেদক,
[হাসিনা পারভীন]
পিতা: আব্দুল আবেদ
মাতা: কুলসী বেগম
সাং: ৪২৪, দনিয়া,দনিয়া-১২৩৬, যাত্রাবাড়ী, ঢাকা।