Power of attorney Bangladesh

+8801929125100

তালাক বাতিলের নোটিশ ফরম্যাট ।। Divorce Cancellation Notice Format

তালাক বাতিলের নোটিশ
(রেজি: এ/ডি সহযোগে)


প্রাপক,


১। মো: আহসান হাবীব
পিতা: আ: মালেক
সাং: ২৮০৯, পশ্চিম ব্রামন্ধী, নরসিংদী সদর, নরসিংদী।
বর্তমানে, ৪৯১, দনিয়া,দনিয়া-১২৩৬, যাত্রাবাড়ী, ঢাকা।

২। চেয়ারম্যান / মেয়র
নরসিংদী পৌরসভা, নরসিংদী।


প্রেরক,


হাসিনা পারভীন

পিতা: আব্দুল আবেদ
মাতা: কুলসি বেগম
সাং: ৬৭৬, দনিয়া,দনিয়া-১২৩৬, যাত্রাবাড়ী, ঢাকা।


বিষয়: বিগত ২৪/০৮/২০২১ ইং তারিখে প্রদত্ত তালাক প্রত্যাহার করণ প্রসঙ্গে।


জনাব,
(১) যেহেতু আমি অত্র নোটিশ প্রেরক/দাত্রী এর সহিত ১নং নোটিশ গ্রহীতা বিগত ১১/০২/২০২০ ইং তারিখে
পারিবারিক ভাবে ইসলামী শরা-শরীয়ত মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং দীর্ঘদিনের দাম্পত্য জীবনে
উভকে আল্লাহ তিন সস্তানের জনক/জননী হিসাবে কবুল করেছেন।

(২) উভয়পক্ষে বিদ্যমান দাম্পত্য কলহকে কেন্দ্র করে বিগত ২৪/০৯/২০২১ ইং তারিখে ১নং নোটিশ গ্রহীতার
বিরুদ্ধে নিয়মিত ভরণপোষণ না দেয়া, খেয়াল তদারকি না করা সহ অন্যন্য অভিযোগ আনয়ন করিয়া আমি
অত্র নোটিশ দাত্রী কর্তৃক তালাক প্রদান করি।


(৩) পরবর্তীতে, উভয়পক্ষের পরিবারের অভিভাবক এবং অন্যন্য শুভাকাঙ্খীদের হস্তক্ষেপ মতে নিজেদের এবং
সন্তানদের ভবিষ্যতের কথা বিচেচনা করিয়া দুই পক্ষে আপোষের মাধ্যমে বর্নিত তালাক প্রত্যাহার করিয়া
শান্তিপূর্ণ ভাবে সংসার জীবন পরিচালনার জন্য আপোষবদ্ধ হই।


(৪) এমতাবস্থায়, আমি অত্র নোটিশ দাত্রী প্রেরিত বিগত ২৪/০৯/২০২১ ইং তারিখের তালাক নোটিশ বাতিল
বিবেচনায় নিয়া বর্ণিত তালাক প্রত্যাহার মর্মে গণ্য করিয়া আমি অত্র নোটিশ দাত্রী এবং ১নং নোটিশ গ্রহীতা
জনাব মো: আহসান হাবীব পূর্বের ন্যায় স্বামী-স্ত্রী হিসাবে আইনানুগ বৈধ সংসার ধর্ম পালন করিব। আমরা
পরস্পর স্বামী-স্ত্রী হিসাবে সর্ব সাব্যস্ত হইবো।


অত্রএব কারনে আমার প্রদত্ত বিগত ২৪/০৯/২০২১ ইং তারিখের তালাক নোটিশ স্ব-ইচ্ছায় প্রত্যাহার করিয়া
নিলাম। আমার অত্র কার্য্যে কারো কোন প্রভাব বা হস্তক্ষেপ নাই।


বিনীত নিবেদক,


[হাসিনা পারভীন]
পিতা: আব্দুল আবেদ
মাতা: কুলসী বেগম
সাং: ৪২৪, দনিয়া,দনিয়া-১২৩৬, যাত্রাবাড়ী, ঢাকা।

Facebook
Twitter
LinkedIn

সাম্প্রতিক পোস্ট

কৃত্রিম বুদ্ধিমত্তা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা আইন।

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) কী? এআই (Artificial Intelligence) হলো এমন কম্পিউটার সিস্টেম, যা মানুষের মতো বুদ্ধিমত্তার প্রয়োজন হয় এমন কাজগুলো সম্পাদন করতে সক্ষম। উদাহরণস্বরূপ, সমস্যা সমাধান,

Read More »
ভাড়া চুক্তিপত্র

দোকান / বাণিজ্যিক স্পেস ভাড়া চুক্তিপত্র নমুনা

বাড়ি ভাড়া বা দোকান ভাড়া দেয়া-নেয়ার ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে সু-নির্দিষ্ট চুক্তি থাকা আবশ্যক। উক্ত চুক্তি পত্রে উভয়ৈর দ্বায়িত্ব – কর্তব্য এবং আর্থিক লেনদেনর বিষয় উল্লেখ থাকতে হয়। চুক্তি মেয়াদ শুরু, চুক্তি মেয়াদ শেষ এবং উপ-ভাড়াটিয়া নিয়োগ ও সার্ভিস চার্জ প্রদানের মতো সুক্ষ বিষয়গুলো স্পষ্টভাবে দু-পক্ষের মধ্যে সমঝোতা করে নিতে হয়। ভাড়া চুক্তির মধ্যে এসব বিষয় উল্লেখ না থাকে ভাড়া দাতা এবং ভাড়াটিয়া দুজনের মধ্যে ভবিষ্যতে বিভিন্ন ঝামেলার সৃষ্টি হয়। একটি আদর্শ ভাড়া চুক্তির নমুনা এখানে দেয়া হল আমাদের পাঠকদের বুঝার সুবিধার্থে।

Read More »
দেনমোহর আদায়

দেনমোহর আদায় করবেন কিভাবে ?

আমাদের সমাজে দেখা যায় বিয়েতে দেনমোহর নগদ পরিশোধের ব্যাপারটি সরাসরি উপেক্ষা করা হয়। হাতে গোনা কয়েকটা বিয়ে ছাড়া নগদ দেনমোহর আদায় এর উদাহরন খুব কম। অনেকে আবার দেনমোহর দেয়া দূরের কথা বিয়েতে দেয়া বিভিন্ন উপহার কে উসূল দেখিয়ে দেনমোহরের সাথে স্বমন্বয় করে নেয়। বিয়ের পর বক্রী দোনমোহরের অর্থ নিজ তাগিদে কোন স্বামী পরিশোধ করেন না ফলে স্ত্রী তাহার দেনমোহরের পাওনা হতে আজীবন বঞ্চিত থাকেন।

Read More »

Recent