+8801929125100

নিজ নাম বা পিতার-মাতার নাম পরিবর্তনের হলফনামা (নমুনা)

নিজ নাম বা পিতার-মাতার নাম পরিবর্তনের হলফনামা (নমুনা)

বিজ্ঞ প্রথম শ্রেনীর জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, ঢাকা।
(নামের সঠিকতা সংক্রান্ত হলফনামা)


আমি, মাহাবুব উল্লাহ (MAHBUB ULLAH), জাতীয় পরিচয়পত্র নং- ২৮ ২৯ ৩২২৩, জন্ম তারিখঃ ০১৭/০৭/১৯৯৫ ইং, পিতা- মো: আমিন উল্লাহ @ মো: আমান উল্লাহ, মাতা- সেলিনা বেগম @ সেলিনা আমিন, সাং- বাসা/হোল্ডিং নং- ৩১/এ, মালিবাগ , গ্রাম/রাস্তা-মালিবাগ, ডাকঘর: শান্তিনগর -১২১৭, মতিঝিল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা, পেশা- ব্যবসা, ধর্ম- ইসলাম, জাতীয়তা-বাংলাদেশী- এই মর্মে ঘোষনা ও বর্ণনা করিতেছি যে, নাম পরিবর্তনের হলফনামা 


১। আমি বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক। হিতাহিত জ্ঞান সম্পন্নস্বাভাবিক ব্যাক্তি এবং হলফনামা সম্পাদনে যোগ্য ব্যক্তি বটে।


২। আমার জাতীয় পরিচয়পত্র নিবদ্ধন কালে ভুলবশত জাতীয় পরিচয়পত্রে আমার পিতার নাম মো: আমিন উল্লাহ লিপিবদ্ধ করা হয়। আমার পিতার জাতীয় পরিচয় পত্র মোতাবেক সঠিক নাম মো: আমান উল্লাহ। প্রকৃতপক্ষে, মো: আমিন উল্লাহ এবং মো: আমান উল্লাহ একই ব্যাক্তি।

৩। এছাড়াও আমার জাতীয় পরিচয়পত্রে মাতার নাম সেলিনা আমিন লিপিবদ্ধ করা হয় যাহা আমার মাতার জাতীয় পরিচয় পত্র মোতাবেক সঠিক, কিন্তুু আমার সহোদর বোন নাজমা পারভীন এর জাতীয় পরিচয় পত্রে মাতার নাম সেলিনা বেগম লিপিবদ্ধ করা হয়। মূলত সেলিনা আমিন এবং সেলিনা বেগম একই ব্যাক্তি এবং আমাদের শ্রদ্ধেয় মাতা বটে ।


৩। যেহেতু বর্তমানে আমাদের ভাই-বোন এর জাতীয় পরিচয়পত্র অনুযায়ী পিতা ও মাতার নামে কিছুটা বৈসাদৃশ্য বিদ্যমান রয়েছে এবং উক্ত অসঙ্গতির জন্য বিভিন্ন ধরনের জটিলতা উদ্ভব হচ্ছে কাজেই, যেকোন ধরনের জটিলতা ও কুটতর্ক পরিহারের জন্য আমি অত্র হলফদাতা কর্তৃক বিজ্ঞ আদালতে হাজির হইয়া অত্র হলফনামা প্রদান করিলাম।


৪। অত্র হলফনামায় প্রদানকৃত সকল তথ্য সম্পূর্ণ সত্য ও সঠিক। ভবিষ্যতে কোন প্রকার অসত্য বা অসংলগ্নতা প্রকাশ পেলে তাহার সমস্ত দায় আমার। আমি ইতিপূর্বে কোন আদালতে অত্র বিষয়ে হলফনামা প্রদান করিনি।

উপরোক্ত বর্ণনা আমার কথিত মতে লিখিত। আমার জ্ঞান ও বিশ্বাস মতে সকল তথ্য নির্ভুল ও সঠিক ঘোষনা করিয়া
অত্র হলফনামায় নিজ নাম সহি সম্পাদন করিলাম।


(হলফকারীর স্বাক্ষর)


সনাক্তকারী


হলফকারী আমার পরিচিত। তিনি আমার সনাক্তমতে উক্ত
হলফনামায় স্বাক্ষর করিয়াছেন।


(আইনজীবীর স্বাক্ষর)

নিজ নাম বা পিতার-মাতার নাম পরিবর্তনের হলফনামা (নমুনা)

বিজ্ঞ প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট কোর্ট, ঢাকা।

(নাম সংশোধন বিষয়ক হলফনামা)

আমি, মোঃ নজরুল (MD NAZRUL) জন্ম তারিখঃ ১০/০২/১৯৮২ ইং, পিতা-সাহেব মিয়া (SHAHEB MIA), মাতা-গুলিছা খাতুন (GULISA KHATUN), সাং বাসা/হোল্ডিং নং-১০৫, গ্রাম/রাস্তা-পশ্চিম আগারগাঁও, ডাকঘর-মোহাম্মদপুর-১২০৭, মোহাম্মদপুর, ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা, পেশা-ব্যবসা, ধর্ম-ইসলাম, জাতীয়তা-বাংলাদেশী- এই মর্মে ঘোষনা ও বর্ণনা করিতেছি যে,

১। আমি বাংলাদেশের স্থায়ী নাগরিক স্বীয় হিতাহিত জ্ঞান সম্পন্ন ও অত্র হলফনামা সম্পাদনে যোগ্য ব্যক্তি বটে।

২। আমার জাতীয় পরিচয়পত্র করাকালীন সময়ে ভুলবশত জাতীয় পরিচয়পত্রে আমার নাম বাদল (BADAL) লিপিবদ্ধ করা হয়। প্রকৃতপক্ষে আমার জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী আমার সঠিক নাম মোঃ নজরুল (MD NAZRUL) লিপিবদ্ধ করিতে হইবে। অদ্য হইতে জাতীয় পরিচয়পত্র সহ সর্বত্রই মোঃ নজরুল (MD NAZRUL) ব্যবহার হইবে।
৩। আমি ইতোপূর্বে এইরূপ কোন হলফনামা সম্পাদন করি নাই।

উপরোক্ত বর্ণনা আমার কথিত মতে লিখিত। আমার জ্ঞান ও বিশ্বাস মতে সকল তথ্য নির্ভুল ও সঠিক ঘোষনা করিয়া
অত্র হলফনামায় নিজ নাম সহি সম্পাদন করিলাম।


(হলফকারীর স্বাক্ষর)


সনাক্তকারী


হলফকারী আমার পরিচিত। তিনি আমার সনাক্তমতে উক্ত
হলফনামায় স্বাক্ষর করিয়াছেন।


(আইনজীবীর স্বাক্ষর)


আরো পড়ুন:

তালাক দেওয়ার বৈধ নিয়ম
জমির ১৫ প্রকার দলিল সহজে চেনার উপায়
জমি বেদখল হলে কী করবেন
মামলা থাকলে কি চাকরী হয়?
জাতীয় পরিচয়পত্র সংশোধন সম্পর্কিত ২০ টি কমন প্রশ্ন-উত্তর 
মুসলিম আইনে সম্পত্তিতে নারীর অধিকার
দলিল বাতিল হবার বিভিন্ন কারন 
জমির খতিয়ান যাচাই করুন অনলাইনে
ডিভোর্স ‍দিলে কি দেনমোহর দিতে হয়
Facebook
Twitter
LinkedIn

সাম্প্রতিক পোস্ট

নামজারী আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া

কামাল দুই বিঘা জমির মালিক এবং সে নিয়মিত সরকারী খাজনা পরিশোধ করে থাকে। সরকারী অফিসে লেখা আছে যে, কাওলা মৌজার আরএস ৫১০ দাগের ২ বিঘা জমির মালিক কামাল। পরবর্তীতে, কামাল উক্ত জমি রহমত এর নিকট বিক্রী করে। যেহেতু বর্তমানে রহমত মালিক কাজেই কামালের নাম কেটে রহমতের নাম সরকারী কাগজপত্রে লিপিবদ্ধ করাই মূলত নামজারী ।

Read More »
তালাক দেওয়ার নিয়ম

বিদেশ থেকে তালাক দেওয়ার পদ্ধতি

বিদেশ থেকে আম-মোক্তার নামা দলিলের মাধ্যমে প্রতিনিধি নিযুক্ত করে তালাক প্রদানের যথাযর্থতা সম্পর্কে আইনে সুনির্দিষ্ট কোন বক্তব্য নেই। প্রচলিত প্রাকটিস এবং আইনজীবীদের পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতেই আম-মোক্তারনামা মূলে তালাকের একটা প্রচলন আছে। তবে এ ধরনের তালাক বহুল বিতর্কীত কারন তালাক সংশ্লিস্ট আইনের কিছু বিধান প্রকৃত অর্থে চর্চা করার সুযোগ থাকেনা।

Read More »

আমমোক্তারনামা দলিল বাতিলের নিয়ম

পাওয়ার অব এটর্নি বা আমমোক্তারনামা দলিল এমন একটি লিগ্যাল ডকেুমেন্ট যার মাধ্যমে একজন ব্যাক্তি তাহার পক্ষে কোন নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য তাহার মনোনীত ও বিশ্বস্ত ব্যাক্তিকে ক্ষমতা অর্পণ করে।  আমাদের দেশে পাওয়ার অব এটর্নীর কথা শুনলে অনেকেই জমি-জমার ক্ষমতা অর্পণকে বুঝায়। প্রকৃতপক্ষে পাওয়ার অব এটর্নি বা আমমোক্তারনামা দলিলের মাধ্যমে জমি-জমা ছাড়া আরো অনেক কাজ করা যায়।

Read More »

Recent