বাংলাদেশের নাগরিক হিসাবে প্রথম প্রমান হল জাতীয় পরিচয় পত্র। দরকারী কাগজপত্রে তালিকায় জাতীয় পরিচয়পত্রের স্থান সবার উপরে। জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বুঝতে হলে রোহিঙ্গা শরনার্থীদের কথা ভাবুন। সরকারী বিভিন্ন সেবা, স্বীকৃতি ও সুবিধা সহ ব্যংকিং ও পাসপোর্ট সবিধা পেতে জাতীয় পরিচয়পত্র অত্যন্ত জরুরী। জাতীয় পরিচয়পত্র ব্যাপকভাবে ভোটার আইডি কার্ড হিসাবে পরিচিত।
অনেক সময় মনের ভুলে কিংবা দূর্ঘটনা জনিত কারনে জাতীয় পরিচয়পত্র হারিয়ে ফেলি আমরা। এর ফলে আমাদের বিভিন্ন ধরনের জটিলতা ও হয়রানির স্বীকার হতে হয়। অনেক সময় জাতীয় পরিচয়পত্র হারানোর ফলে নতুন কপি উঠানোর জন্য বিভিন্ন ভাবে চেষ্টা করেও কেবল সঠিক পদ্ধতি জানা না থাকায় অনেক সময় অপচয় হয়।
জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে যা যা করতে হবে তা ধাপে ধাপে নিচে বর্ননা করা হল:
১ম ধাপ
জাতীয় পরিচয়পত্র হরানো গেলে সবার আগে যে কাজ করতে হবে তা হলো থানায় জিডি দায়ের করা। জিডিতে জাতীয় পরিচয়পত্রের বিস্তারিত বর্ননা থাকা জরুরী যেমন, নাম, পিতার নাম, ঠিকানা, আইডি নাম্বার ইত্যাদি।
জনপ্রিয় টপিকসমূহ
জিডি সরাসরি লিখে থানায় জমা দিতে পারেন। বর্তমানে থানাতে জিডির নির্ধারিত ফরম পাওয়া যায় যাতে হাতে লিখেও জিডি দায়ের করার সুবিধা থাকে। নিজে যদি প্রিন্ট করে জমা দিতে চান তাহলে দুই কপি প্রিন্ট করে নিবেন। এক কপি থানায় জমা রাখবে। আর এক কপি সীল মেরে আপনাকে ফেরত দিবে।
২য় ধাপ
থনায় জিডি দায়ের করার পর আপনাকে জিডির যে রিসিপ্ট কপি ফেরত দেয়া হয়েছে সেই কপি সহ আপনার এলাকার উপজেলা/থানা নির্বাচন কমিশন অফিসে যেতে হবে। থানা/উপজেলা নির্বাচন অফিসে গিয়ে হারানো জাতীয় পরিচয় পত্র উত্তোলন বা ডুপ্লিকেট কপি সরবরাহ করার ফর্ম নিতে হবে। ডুপ্লিকেট কপি সরবরাহ করার ফর্ম এ সকল তথ্য সঠিকভাবে পূরণ করে জমা দিবেন। সরকার নির্ধারিত আবেদন ফি সোনালী ব্যংকে চালানের মাধ্যমে জমা দিয়ে উক্ত চালানের কপি আপনার আবেদনের সাথে সংযুক্ত করতে হবে। যথাযথ ভাবে আবেদন জমা প্রদান করার ৪৫-৯০ দিনের মধ্যে আপনার জাতীয় পরিচয় পত্রের অনুলিপি জমাদান কারী অফিসে চলে আসবে।
৩য় ধাপ
আপনি যদি দ্রুত সময়ের মধ্যে আপনার হারানো জাতীয় পরিচয় পত্রের ডুপ্লিকেট কপি উত্তোলন করতে চান তাহলে সরাসরি ঢাকার আগারগাঁও এ এসে সরাসরি নির্বাচন কমিশন অফিসে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগে আবেদন করতে পারেন। জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগে আবেদন করলে সাধারনত ১০-১৫ দিনের মধ্যে আপনার জাতীয় হারানো পরিচয় পত্রের অনুলিপি পেয়ে যাবেন।
হারানো বা নষ্ট হওয়া জাতীয় পরিচয় পত্র উত্তোলনের আবেদন ফরম
জাতীয় পরিচয়পত্র অনলাইনে আবেদন
আপনি যদি সরাসরি হারানো জাতীয় পরিচয় পত্র উত্তোলন এর আবেদন করতে অপারগ হন তাহলে অনলাইনেও আবেদন দাখিল করতে পারবেন। নির্বাচন কমিশন এর ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন ফি ও অনলাইনে দাখিল করতে পারবেন। আবেদন লিংক http://www.ecs.gov.bd ।
উপরে বর্নিত লিংকে প্রবেশ করলে হারানো ভোটার আইডি কার্ড উত্তোলনের পিডিএফ ফরম পাবেন। ফরমটি ডাউনলোড করে পূরণ করবেন এবং পূরণ করা শেষে প্রিন্ট করবেন। সবশেষে আপনার পূরণকৃত ফরমটি ২য় ধাপে বর্ণি ত পদ্ধতিতে আপনার এলাকার সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসারের কার্যালয়ে জমা দিবেন। আপনি চাইলে ঢাকাস্থ নির্বাচন কমিশন অফিসে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে জমা দিতে পারবেন।
আবেদনকারীর জন্য নির্বাচন কমিশনের নির্দেশনাবলী
(১) আবেদনপত্রে আবেদনকারীর স্বাক্ষর কমিশনের ডাটাবেজে সংরক্ষিত আবেদনকারীর স্বাক্ষরের অনুরূপ হইবে।
(আঠারো বছরের কম বয়স্ক/ আদালত কর্তৃক অপ্রকৃস্থ ঘোষিত পরিচয়পত্রধারীর ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। পিতা/মাতা/ আইনানুগ অভিভাবক অত্র আবেদনপত্রে স্বাক্ষর করিবেন সেক্ষেত্রে উক্ত পিতা/মাতা/ অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি অবশ্যই জমা দিতে হইবে।)