কোর্ট ম্যারিজ এবং কাজী অফিসে বিয়ের পার্থক্য
আজকে সীমার বিয়ে। রাজিবের সাথে প্রায় অর্ধযুগের ভালবাসার সম্পর্ক আজ চুড়ান্ত রূপ নিবে। সীমার পরিবার রাজিবের সাথে কিছুতেই বিয়ে দিতে রাজী না। সীমাকে স্পষ্ট করে বলে দিয়েছে, রাজীব কে বিয়ে করলে বাড়ীতে ঠাই দিবেনা এবং সামাজেও মেয়ে বলে পরিচয় দিবেনা। ভালবাসা এবং পরিবার দুটোর একটিকে বাছাই করার কঠিন সিদ্ধান্তে শেষ পর্ঘন্ত ভালবাসাই জিতে গেল।
আজ কোর্টে সীমা আর রাজীবে বিয়ে। বন্ধুরা সবাই মিলে বিয়ের সব ব্যাবস্থা করেছে। বিয়ে হবে জজ কোর্টে। রাজীবের এক স্কুল বন্ধু জজ কোর্টের আইনজীবী, তার নাম সিদ্দিক। সিদ্দিক সাহেবের সাথে কথা বলে বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে রাজীব। আইনজীবী তাদের বলেছে আজ দুপুর ঠিক ২ টার সময় তার জজ র্কোট চেম্বারে উপস্থিত থাকতে। আর বিয়ের কাজ সম্পন্ন করার জন্য দুজনের ২ কপি করে ছবি, ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন এবং ২ জন স্বাক্ষী নিয়ে যেতে বলেছে যাদের বয়স ১৮ বা তার বেশী।
কোর্ট ম্যারেজ এর নিয়ম, কি কি লাগে, খরচ কত ? |
তালাক বাতিলের নোটিশ ফরম্যাট ।। Divorce Cancellation Notice Format |
পূর্ব পরিকল্পনা মত সীমা তাহার সব কাগজ পত্র এবং হোস্টেল এর এক ঘনিষ্ঠ বান্ধবীকে নিয়ে টি.এস.সি তে হাজির। রাজীবের জন্য অপেক্ষা। অপেক্ষার প্রহরগুলো কাটতেই চাচ্ছেনা। মনের মধ্যে বারবার আত্ব সমালোচনা হচ্ছে। এভাবে একার সিদ্ধান্তে বিয়ে করাটা ঠিক হচ্ছে? বাবা-মা কত কষ্ট পাবে শুনলে! সীমার চোখ-মুখ কেমন জানি ভারী হয়ে আসে।
সীমার বান্ধবি সান্তনা দিতে দিতে বলে,
– দোস্ত প্যারা নিস না। আঙ্কেল-আন্টি দেখবি ঠিক মেনে নিবে। প্রথমে সব বাবা-মা এমনই করে। আর বিয়েটা তোর সারা জীবনের ব্যাপার, রাজীব ভাই তো ছেলে খারাপ না। টেনশস নিস না তো।
এর মাঝে রাজীব চলে আসে। সাথে তার বন্ধু মাহাবুব, মামুন এবং বেরুনী। সম্ভাষণ শেষে রাজীবের এর বন্ধুরা সীমা এবং রাজীবকে একটি রিক্সায় তুলে দেয় এবং তারা বাসে করে কোর্টে চলে আসে। আইনজীবীর চেম্বার রাজীবের আগে থেকেই চেনা। বরিশাল থেকে আসার পথে সদরঘাট নেমে প্রায়ই চেম্বারে এসে সিদ্দিক সাহেবের (আইনজীবীর) চেম্বারে এসে আড্ডা-গল্প করতো।
আইনজীবীর কথা মত দুপুর ২ টার আগেই তারা চেম্বারে এসে হাজির। রাজীব এসে কাগজপত্র আইনজীবীকে দিলে তিনি সীমা এবং রাজীবের বয়স যাচাই করে বলেন “ তোমাদের বয়স ঠিক ঠাক আছে, বিয়ে পড়াতে কোন আইনী ঝামেলা নাই। কাবিন কত হবে আমকে বল, আমি সব কাগজপত্র তৈরি করি”।
কাবিন কত হবে ? এই পশ্নে রাজীব এবং সীমা দু’জন দুজনার দিকে বারবার তাকায়। ভালবাসার মহত্ব বিশ্বাস এর গভীরতা বুঝাতে সীমা সর্ব নিম্ন কাবিনে বিয়ে করতে রাজী। আবার রাজীব তার ভালবাসার দুঢতা বুঝাতে যেকোন পরিমাণ কাবিন দিতেও রাজী আছে জানায়। অবশেষে রাজীর এর বন্ধু বান্ধব এর কথামত ৩ লক্ষ টাকা কাবিন নির্ধারন করা হয়।
আইনজীবী বিয়ের কাগজপত্র তৈরি করেন এবং বিয়ে রেজিস্ট্রী করার জন্য কাজীকে ডাকেন। কাজী সাহেব বিশালাকার একটি ডায়েরী নিয়ে এসে হাজির হয়। এটা নাকি বিয়ে রেজিস্ট্রী করার বহি এবং সবার কাছে কাজীর ভলিউম নামে পরিচিত। কাজী সাহেব সীমা এবং রাজীবের কাগজপত্র দেখে সে অনুযায়ী ভলিঊমে সব লিপিবদ্ধ করেন। সীমাকে কাবিনের পরিমাণ সম্পর্কে জিজ্ঞাস করেন এবং সীমার অনুমতির পর কাজী সাহেব কাবিননামায় দুজনের স্বাক্ষর নেন। কালিমা এবং দুরুদ পাঠ করে বিবাহের শরিয়াহ রীতি সম্পন্ন করিয়া বিবাহ সম্পন্ন করেন। কাজী সাহেব চলে যাবার পর আইনজীবী দুই শত টাকার হলফনামায় সীমা এবং রাজীবের স্বাক্ষর নেয় এবং তা নোটারী কর্তৃক রেজিস্ট্রী করেন। বিবাহের সকল আনুষ্ঠানিকতা শেষ হলে কাবিনের রশিদ রাজিব এর হাতে দিয়ে আইনজীবী বলেন ৩ দিন পর এসে কাবিন নামা নিয়ে যেতে।
কোর্ট ম্যারেজ এর নিয়ম, কি কি লাগে, খরচ কত ? |
তালাক বাতিলের নোটিশ ফরম্যাট ।। Divorce Cancellation Notice Format |
অত্যন্ত অনাড়াম্বর এবং অনানুষ্ঠাকতার মাধ্যেই সীমার বিয়ে হল। বিয়ের কোন আমেজ নেই, পরিবার নেই, মানুষের আনন্দ ফুর্তি , ভীড় , সাজসজ্জা কিছুই নেই। আর দশটা বিয়ের সাথে তুলনা করে নীজের বিয়েটাকে কোন ভাবেই বিয়ে মনে হচ্ছে না । তবুও দিন শেষে স্বান্তনা এই, সারা জীবনের জন্য ভালবাসার মানুষের সঙ্গে থাকার একটা সার্টিফিকেট হল। হয়ত আনুষ্ঠানিকতা কম হয়েছে কিন্তুু বিয়ের উদ্দেশ্য বাস্তবায়ন হয়েছে।
সীমা এবং রাজীবের কাহিনী গল্পের মত হলেও বাস্তব। বেশীর ভাগ কোর্ট ম্যারেজের কাহিনীই সীমা আর রাজীবের মত হয়। তবে, ব্যতিক্রমও অনেক আছে। অনেক বাবা-মা নিজেদের সন্তান সহ কোর্টে আসে, কাবিন নির্ধারণ করে, শরিয়াহ মোতাবেক বিবাহ সম্পন্ন করে খেজুর খেয়ে হাসি মুখে বাসায় চলে যায় বউ-জামাই নিয়ে।
আবার অনেকেই আসেন যারা সামাজিক রীতি মেনে বিয়া করার মত সামর্থ্যবান নয়। সাধ্যের মধ্যে ফরজ আদায় করার জন্য আদালতে আসেন কোর্ট ম্যারেজ করতে। কোর্ট ম্যারিজ মানেই যে, পালিয়ে এসে বা প্রেম করে আদালতে গিয়ে বিয়ে করেন এই ধারনা ভুল।
কোর্ট ম্যারেজ ও সাধারন বিয়ের মধ্যে মৌলিক কিছু পার্থক্য তুলে ধরা হল
বিষয় | সাধারন বিয়ে | কোর্ট ম্যারিজ |
অনুষ্ঠান | সাধারন বিয়েতে বর ও কণে পক্ষের সামর্থ্য মোতাবেক অনুষ্ঠানিকতা পালন করা হয়। | কোর্ট ম্যারেজের ক্ষেত্রে বড় ধরণের আনুষ্ঠাকিতা পালন করা সম্ভব হয়না। বিয়ের পর ক্ষেত্র বিশেষে কেউ কেউ অনুষ্ঠান করে থাকে। |
সামাজিকতা | বিয়েতে সামজিকতাকে প্রাধাণ্য দেয়া হয় এবং সমাজের বিভিন্ন লোকজনের অংশগ্রহণ থাকে। | সামাজিকতা পালন করার মত পরিবেশ বিদ্যমান থাকে না। |
পাত্র-পাত্রী পছন্দ | পারিবারিক বা পাত্র-পাত্রী নিজ পছন্দে | পারিবারিক বা পাত্র-পাত্রী নিজ পছন্দে অথবা আইনী বাধ্যবাধকতার কারনে |
বিয়ের বয়স | আইন নির্ধারিত বয়স কম মানা হয়। বর ও কণের বয়সে অনেক ব্যবধান থাকে। | বর ও কণে বেশীর ভাগ ক্ষেত্রে সমবয়সী বা কাছাকাছি বয়সের হয়। |
বাল্য বিবাহ | বাল্য বিবাহ হয় | বাল্য বিবাহ হয় না |
কাবিন নির্ধারণ | পারিবারিক ইতিহাস ও চাহিত মতে | পাত্রীর সিদ্ধান্তকে প্রাধান্য দেয়া হয় |
বিয়ের খরচ | বিয়ের খরচ বেশী | বিয়ের খরচ কম |
ধর্মীয় নিয়ম কানুন | পরিপূর্ণ ধর্মীয় নিয়ম অনুসরণ করা হয় | ধর্মীয় নিয়ম পালন করা হলেও আঞ্চলিক কৃষ্টি পালন করা হয় না। |
অভিভাবকের মতামত | দুই পক্ষের পারিবারিক সম্মতি থাকে | বেশির ভাগ বিয়েতেই দুইপক্ষের সমর্থন থাকে না |
ঘটক বা মধ্যস্ততাকারী | ঘটক বা মধ্যস্থতাকারী থাকে | ঘটক বা মধ্যস্ততাকারীর পরিবর্তে উভয় পক্ষের বন্ধু বান্ধব বা সহকর্মীদের ভূমিকা থাকে |
গায়ে হলুদ | গায়ে হলুদ এর প্রচলন আছে | গায়ে হলুদ এর প্রচলন নেই |
পারিবারিক আইনের প্রয়োগ | তুলনামূলক কম | বেশী |
বিবাহ পরবর্তী প্রভাব | পারিবারিক সম্প্রীতি বেশী থাকে। বর-কণের মধ্যে পরস্পরকে বুঝাপড়ায় বেশী সময় লাগে। | দাম্পত্য সম্প্রীতি প্রবল হয়। দুজনের মধ্যে ভালবাসা এবয় বুঝাপড়া বেশী হয়। |
ঝুঁকি | বেশীর ভাগ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর বোঝাপড়া ও মানিয়ে নেওয়ায় সমস্য হয়। অনেকেই পারিবারিক চাপে ভালবাসার মানুষ রেখে অপরিচিতার সাথে সংসারে জড়ায় যা পরবর্তীতে ব্যাভিচার, পরকীয়া বা সংসারে অনীহা ও বিচ্ছেদের জন্ম দেয়। | জীবন সঙ্গী নির্বাচনে প্রেমাবেগী হয়ে অনেকে ভুল মানুষকে বেছে নেয়। পরিবারের অমতে বিয়ে করায় অনেকের সংসারে ভাঙ্গন ও অশান্তি দেখা দেয়। স্বাবলম্বী বা কর্মক্ষম না হয়ে বিয়ে করলে অনেকে অর্থ কষ্টে বা বিচ্ছেদের দ্বারস্ত হয়। |
কোর্ট ম্যারেজ এর নিয়ম, কি কি লাগে, খরচ কত ?
তালাক বাতিলের নোটিশ ফরম্যাট ।। Divorce Cancellation Notice Format
যে কোন আইনী জিজ্ঞাসা বা সহায়তার জন্য যোগাযোগ করুন
মোবাইল | 01929125100 |
ই-মেইল | [email protected] |
ফেইসবুক | https://www.facebook.com/ain.bisharod |
আরো পড়ুন
- Ainbisharod
- BAR Council and Judiciary
- Criminal Law
- Cyber & ICT Law
- Formats and Sample
- Islamic Law
- Job and Service
- Land Laws
- Marriage, Divorce and Child Custody
-
দোকান / বাণিজ্যিক স্পেস ভাড়া চুক্তিপত্র নমুনা
-
দেনমোহর আদায় করবেন কিভাবে ?
-
নামজারী আবেদন নিষ্পত্তির প্রক্রিয়া
-
বিদেশ থেকে তালাক দেওয়ার পদ্ধতি
-
আমমোক্তারনামা দলিল বাতিলের নিয়ম
-
বিদেশ থেকে আমমোক্তার নামা দলিলের মাধ্যমে জমি বিক্রি করার পদ্ধতি
-
ভূমি উন্নয়ন কর না দিলে যেসব সমস্যা হয়
-
হেবা দলিল রেজিস্ট্রী এবং বাতিল করার সহজ নিয়ম
-
চেকের মামলা করার আগে সাবধান থাকুন !
-
তালাক প্রত্যাহার বা তালাক বাতিল করার নিয়ম
-
জমির দলিল, খতিয়ান, নকশা, মৌজা ম্যাপ কোনটা কোন অফিসে পাবেন
-
কোর্ট ম্যারিজ এবং কাজী অফিসে বিয়ের পার্থক্য
-
স্বামী কর্তৃক তালাক নোটিশ ফরম পূরণের নিয়ম
-
বিদেশ থেকে পাওয়ার অব এটর্নি দেবার সরকারী গেজেট
-
বাটোয়ারা দলিল বা বন্টন দলিল কেন জরুরী এবং খরচ কত ?